শীঘ্রই রাজাকারের তালিকা প্রকাশ হবে: লালমনিরহাটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শীঘ্রই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদেরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার, ১ ফেব্রুয়ারি বিকালে লালমনরিহাট সদর উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লে´ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, বিতর্ক এড়াতে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে মতবিনিময় শেষে রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধ গবেষকদের এ কাজে অর্ন্তভ‚ক্ত করে শীঘ্র্ই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।

এ সময় তিনি বলেন, ২০০৪ ও ২০০৫ সালে নিয়ম বর্হিভ‚তভাবে জাতীয় মুক্তিযোদ্বা কাউন্সিল আইনকে( জামুকা) পাশ কাটিয়ে মন্ত্রণালয় সরাসরি মুক্তিযোদ্বাদের তালিকা প্রকাশ করেছে। এতে অনেক অমুক্তিযোদ্বা তালিকায় অর্ন্তভ‚ক্ত হয়েছে। তাই যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধাদেরও তালিকা প্রকাশ করা হবে শীঘ্রই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন ও জেলা প্রশাসক আবু জাফর।

এইচএ/রাতদিন