মাহিন্দা রাজাপাকসের দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি) শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বড় বিজয় পেয়েছে। দেশটির ২২৫টি আসনের মধ্যে এসএলপিপি এককভাবে ১৪৫টি আসনে জয়লাভ করেছে।
শুক্রবার, ৭ আগস্ট নির্বাচনের ভোট গণনা শেষে এসএলপিপি’কে বিজয়ী ঘোষণা করা হয়।
দলীয় ১৪৫ আসনের বাইরে তাদের জোট আরো পাচঁটি আসনে জয় পেয়েছে। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় রাজাপাকসেকে অভিনন্দনও জানিয়েছেন।
শ্রীলঙ্কায় প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যেও নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মহামারীর কারণে দুবার ভোট স্থগিত করেছিল দেশটি।
এর আগে গত বছরের নভেম্বরে গোতাবায়া রাজাপাকসে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মাহিন্দা রাজাপাকসেকের ছোট ভাই। এরপর প্রেসিডেন্ট গোতাবায়া সাবেক প্রেসিডেন্ট মাহিন্দাকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
এখন নির্বাচনে বিশাল জয় পাওয়ায় মাহিন্দার আবারো প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আর কোনো বাধা রইলো না।
প্রসঙ্গত, রাজাপাকসে পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত মাহিন্দা রাজাপাকসে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।