একমাত্র টেস্টে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২২৪ রানের লজ্জাজনক হার। এই হারের পর আবারো সাকিবের কন্ঠে উচ্চারিত হলো, ‘আমি অধিনায়কত্ব চাই না’। এ নিয়ে গত দশদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছে পোষণ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব বর্তমানে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন। সাকিব মনে করছেন, নেতৃত্ব ছেড়ে দিলে তার ক্যারিয়ারের জন্যই সেটা ভালো হবে।
সাকিব বলেন, ‘আমার মনে হয়, যদি আমি অধিনায়ক না থাকি তবে সেটাই ভালো হবে। আমার দিক থেকে দেখলে, এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর যদি আমাকে নেতৃত্ব দিতেই হয়, তবে অনেক কিছু নিয়েই আলোচনা করার আছে।’
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর ছয়দিন আগে একইরকম কথা বলেছিলেন সাকিব। দেশের একটি শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘টেস্ট এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমি।
শান্ত/রাতদিন