সাংবাদিককে গুলি করে হত্যা, প্রতিবাদে উত্তাল লালমনিরহাট

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।

বুধবার, ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা শহরের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মাজেদ মাসুদ, জেলা মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি খোরশেদ আলম সাগর।

অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক আলোর মনি’র সম্পাদক মাসুদ রানা রাশেদ, পেশাদার সাংবাদিক ফোরাম(পিজেএফ) এর আহ্বায়ক মাহফুজ সাজু, দৈনিক সময়ের আলো প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন,আদিতমারী প্রেসক্লাব এর প্রচার সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এসকে সাহেদ বক্তব্য রাখেন।

বক্তারা সাংবাদিক মুজাক্কির এর খুনিদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা জোরদার আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার-এর জেলা প্রতিনিধি প্রদীপ কুমার আচার্য্য।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক, পেশাজীবি, আইনজীবী,স্বেচ্ছাসেবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রসংগত, নোয়াখালির বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন তিনি।

জেএম/রাতদিন

মতামত দিন