কুড়িগ্রামে শহীদ মিনার নির্মাণের অভিনব প্রতিযোগিতা, পাড়ায় পাড়ায় পুষ্পাঞ্জলি

মহান একুশের চেতনা শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামে পাড়ায় মহল্লায় অস্থায়ী শহিদ মিনার নির্মাণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম।

আয়োজন সফল করতে প্রচ্ছদ কুড়িগ্রামের সংস্কৃতিক কর্মীরা গত ১৫ দিন ধরে জেলা শহরের প্রতিটি পাড়া মহল্লা ও অলি গলিতে শিশু কিশোরদের সংগঠিত করে উদ্বুদ্ধ করে। এর ফলে মহান একুশে ফেব্রুয়ারিতে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

অস্থায়ী এসব শহীদ মিনার বাঁশ, গাছের ডাল, কলাগাছ, কাঠ, পুরানা পেপার, মাটি, ইট, পাথর, বালি দিয়ে তৈরী করা হয়। তবে এসব সামগ্রীকে ছাড়িয়ে মিনারের মজবুত ভিত্তি দিয়েছে প্রগাঢ় দেশপ্রেম ও ভালাবাসা।

প্রচ্ছদ কুড়িগ্রামের সংগঠক ইমত আহসান শিলু জানান, শিশু কিশোরদের উৎসাহিত করতে আমরা  এ আয়োজনটি করেছি। 

এ ব্যাপার প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক এর সাথে কথা হলে তিনি জানান, শিশু কিশোরদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে আমরা প্রচ্ছদ কুড়িগ্রাম পৌর এলাকার পাড়ায় মহল্লায় অস্থায়ী শহিদ মিনার নির্মাণ উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করেছি। এ আয়োজনের মধ্যদিয়ে কামলমতি শিশু কিশোরদের মাঝে একুশের চেতনায় বাঙালি জাতীয়তাবোধের উন্মষ ঘটবে, মুক্তিযুদ্ধের চেতনাবোধ শিশুরা বেড়ে উঠবে।

সকলের সহযোগিতা পেলে প্রতি বছর এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন

মতামত দিন