সাংবাদিক নির্যাতনকারী কুড়িগ্রাম ডিসির দৃশ্যমান শাস্তি দাবিতে রংপুরে মানববন্ধন

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সুচিকিৎসা প্রদান এবং অভিযুক্ত ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিনসহ চারজনের দৃশ্যমান শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রংপুরে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে রংপুর সিটি মেয়র, আওয়ামীলীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করে ওই দাবির সাথে একাত্মতা জানান।

সোমবার, ১৬ মার্চ সকাল সোয়া ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় রংপুর প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরাম, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন. রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাজহাট প্রেসক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, মহানগর আওয়ামীলী সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি নদী গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও খোলা কাগজের বিভাগীয় প্রতিনিধি সুশান্ত ভৌমিক।

রংপুরের প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় দাবি আদায়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, বাংলা ট্রিবিউন, একুশে টেলিভিশন ও সংবাদের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেকুজ্জামান সালেক, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, বৈশাখী টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি আফতাব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ সভাপতি ও তাজহাট প্রেসক্লাবের আহবায়ক চঞ্চল মাহমুদ, রংপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি, রিপোর্টার্স ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বিজেনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম রাজু।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সভাপতি মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, রংপুর সাংবাদিক কল্যান সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং নিউজটুয়েন্টিফোর টেলিভিশন ও নিউ এ্যজ এর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি অজয় সরকার দুলু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, রংপুর সিটি প্রেসক্লাবের সদস্য হুমায়ুন কবির মানিক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের আহবায়াক এসএম জাকির হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর শাখার সাধারণ সম্পাদক আরটিভির বিভাগীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, মাইটিভির রংপুর প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশা প্রমুখ।

মানববন্ধনে রংপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর মাসেই ডিসি সুলতানা পারভিনকে কারাগারে পাঠানোর আল্টিমেটাম দেয়া হয়।

জেএম/রাতদিন