সামরিক শক্তিমত্তায় এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে মিয়ানমার

সামরিক শক্তির তালিকায় চলতি বছর বিশ্বের ৪৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ৪৬তম। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) বিশ্বের ১৩৮টি দেশকে নিয়ে করা  র‌্যাংকিংয়ে এসব তথ্য জানানো হয়।

জিএফপির গবেষণা  ‘২০২১ -এ মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে।  এ বছর বাংলাদেশের শক্তিসূচক ০ দশমিক ৭৪৯৭।

ওই তালিকায় যুক্তরাষ্ট্র প্রতিবারের মতো এ বছরও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তৃতীয় অবস্থানে চীন ও চতুর্থ স্থানে রয়েছে ভারত। এছাড়া জাপান পঞ্চম, দক্ষিণ কোরিয়া ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, যুক্তরাজ্য অষ্টম, ব্রাজিল নবম ও পাকিস্তান রয়েছে দশম অবস্থানে রয়েছে।

মুসলিম বিশ্বের দেশ তুরস্ক রয়েছে ১১তম স্থানে।  মিসর ১৩তম, ইরান ১৪তম ও সৌদি আরব রয়েছে ১৭তম অবস্থানে।

গত বছরের থেকে এ বছর মিয়ানমারের তিন ধাপ অবনমন ঘটেছে। গত বছর ৩৫তম স্থানে থাকা দেশটির বর্তমান অবস্থান ৩৮তম। ১৩৮টি দেশের এই তালিকায় সবার শেষে রয়েছে ভুটান।

এই তালিকা করার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছে জিএফপি।

আরআই/রাতদিন

মতামত দিন