সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ বাংলাদেশী করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে একদিনে ৯৪২ জন করোনারোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি। যাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল ১৮ এপ্রিল, শনিবার তাদের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয় বলে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের বেশিরভাগই দেশটিতে ওয়ার্কিং পাস নিয়ে বিভিন্ন কাজ করতেন। যে ৯৪২ জনের শরীরে এদিন করোনা শনাক্ত হয়, এদের ৮৯৩ জনই ডরমেটরিতে থাকতেন ও ২৭ জন থাকতেন ডরমেটরির বাইরে। এছাড়া বাকি ১৪ জন স্থানীয় নাগরিক। আক্রান্তদের মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৭৪০ জন সুস্থ হয়েছেন।

চীনের উহানে গত ডিসেম্বরের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ভাইরাসটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়ে প্রায় ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। মোট আক্রান্ত সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে।

জেএম/রাতদিন