নমুনা জমা দিয়ে আইসোলেশনে না থেকে ৮ দিন ধরে রোগী দেখা রংপুরের সেই বিতর্কিত চিকিৎসক অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার, ১১ জুন দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরুন নবী। তিনি বলেন, ডা. আহসান হাবীবের বর্তমানে শারীরিক অবস্থা ভালো আছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২ জুন নমুনা জমা দিলে রংপুর থেকে ঢাকায় তার নমুনা পাঠানো হয়। বুধবার (১০ জুন) রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া যায়। চিকিৎসক আহসান হাবীব (এমবিবিএস) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক এবং নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার চাউল আমোদ গলিতে নিয়মিত রোগী দেখেন।
সিভিল সার্জন অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ জুন ওই ডাক্তার নমুনা জমা দিয়েছিলেন। রংপুর থেকে ঢাকার পিসিআর ল্যাবে ৩০০ নমুনা পাঠানো হয়েছিল। গতকাল বুধবার রাতে তার ফলাফল আসে। এতে ৬৪ জনের করোনা শনাক্ত হয়।
নিয়ম মাফিক নমুনা দেওয়ার পর হোম আইসোলেশনে থাকার কথা থাকলেও আহসান হাবীব বিষয়টি গোপন রেখে নিয়মিত রোগী দেখা, মসজিদে যাওয়া, ঘোরাঘুরিসহ স্বাভাবিক জীবন যাপন করেছেন।
পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর বারোটার দিকে রংপুর সিটি কর্পোরেশনের লোকজন ওই চিকিৎসকের চেম্বার লকডাউন ঘোষণা করেন।
এনএ/রাতদিন