সৈয়দপুরের কর্মহীনরা পেলেন সৌদি বাদশার ত্রাণ

নীলফামারীর সৈয়দপুরে করোনার কারণে কর্মহীন ৫০০ দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাদশা সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর উপজেলার কাশিরাম ইউনিয়নের জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসা চত্বরে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাদশার স্বাস্থ্য উপদেষ্টা ডা. তোহা বিন ওমর বিন সাদিক আল খতিব।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকল্প সংগঠক ওমর মাহদি হামদি,  সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ খালেদ আল হোসাইমিন ও জনসংযোগ কর্মকর্তা শেখ আলী সালেহ সাইদ বুজির।   

আরও উপস্থিত ছিলেন, মানাহিন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন,  প্রধান কার্যনির্বাহী ফরিদ উদ্দিন ও প্রকল্প পরিচালক মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর প্যাকেটে রয়েছে চাল, ডাল, চিনি, লবন ও সয়াবিন তেল। বিতরণের জন্য এসব খাদ্য সামগ্রী সৌদি আরব থেকে নিয়ে আসা হয়।

এই প্রকল্পের সাথে  মুসলিম ওয়ার্ল্ড লীগ, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং শরাণার্থী ত্রাণ ও প্রত্যাবার্সন কমিশন যুক্ত ছিল।

আরআই/রাতদিন