নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ওই ভবন নির্মাণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার, ৬ আগষ্ট সকালে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রাবেয়া আলীম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি।
এ সময় ইঞ্জিনিয়ার মো. রাশেদ-উজ-জামান রাশেদ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলার রহমান প্রামানিক, প্রধান শিক্ষক মো. ফজলুল হক, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. ময়নুল ইসলাম, হাজারীহাট মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপার শেখ মো. একরামুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আজম আলী সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশলী অধিদফতর সূত্রে জানা গেছে, চওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ টাকা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মনোজ কুমার মল্লিক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে।
আগামী দেড় বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
এনএইচ/ রাতদিন