সৈয়দপুর মেধা বিকাশ স্কুলে বৃত্তি প্রদান অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে মেধাবিকাশ স্কুলে মা সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার, ২৬ অক্টোবর শহরের নতুনপাড়া স্কুল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ ও পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল।

মেধা বিকাশ স্কুলে প্রতিষ্ঠাতা ও পরিচালক রোটারিয়ান মো. মাহ্ফুজার রহমান রুবেল এর অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বিভূতি ভুষণ সরকার।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মো. মতিনুল হক, মোছা. আয়েশা সিদ্দিকা, সহকারি শিক্ষিকা মোছা. আমেনা বেগম, অভিভাবক মো. জাহাঙ্গীর আলম ও মিসেস মল্লিক।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রথম-পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আখতার হোসেন বাদল শিক্ষার্থীদের হাতে বৃত্তি অর্থ ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, মেধা বিকাশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, সকল শিক্ষিক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মা অভিভাবক উপস্থিত ছিলেন।

এনএইচ/রাতদিন