সৈয়দপুরের ১০ নারী পেল সেলাইমেশিন

নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা’৮৬ এর উদ্যোগে গরীব নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের সাহেবপাড়ার শামসুল হক মেমোরিয়াল একাডেমি চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।

প্রত্যাশা ’৮৬ এর সভাপতি ও নীলফামারী আধুনিক সদর হাসপাতলের মেডিকেল অফিসার ডা. এস মাহবুব জামিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কৃষিবিদ মুবিন সরকার, প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, নাসিম উদ্দিন, খালিদ ইকবাল, নিরঞ্জন চন্দ্র রায়, শফিকুল ইসলাম, শাহিন আকতার ও সুফিয়া বানু (শিল্পী) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এবি/রাতদিন