সৈয়দপুরে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার, ২১ এপ্রিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শহরের উপকন্ঠে বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়া শ্যাইল্লার মোড়ে সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সেন্টারে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিস ঢাকার সিনিয়র অফিসার হিউম্যানিটারিয়াল খন্দকার আব্দুল কাদের রাজু, সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশন এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল মো. রিপন মিয়া, ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল ও ইউপি সদস্য মো. আনিছুল ইসলাম।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল (মোটা ও চিকন) ১৬ কেজি, সয়াবিন তেল, লবন, মশুর ডাল, গুঁড়ো দুধ, ছোলা ও খেজুর।

এইচএ/রাতদিন

মতামত দিন