হাতীবান্ধায় অনুমোদন ছাড়া ভেজাল পণ্য উৎপাদন, মালিকের দন্ড

অনুমোদন ছাড়া ও যথাযথ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে পাউরুটি, বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধার অনামিকা চানাচুর কারখানা নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা মালিক জাহেদুল ইসলামের ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম  কারাদন্ড প্রদান করা হয়৷ 

আজ বুধবার, ২১ এপ্রিল বিকেলে উপজেলার টংভাঙ্গা গ্রামে ব্যবসায়ী জাহেদুলের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন এ রায় দেন।

ভ্রাম্যমান আদাললের বিচারক সামিউল আমিন বলেন, ওই ব্যাক্তি দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে পন্য উৎপাদন করে আসছেন। করোনা সংক্রমনের বৃদ্ধির কারণে অনেকবারই তাকে সতর্ক করা হলেও অস্বাস্থ্যকর বিস্কুট ও রুটি বিক্রি করে আসছিলেন তিনি।

এবি/রাতদিন

মতামত দিন