সৈয়দপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের উত্ত্যক্ত, যুবলীগ নেতার নামে মামলা

নীলফামারীর সৈয়দপুরে দুই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবু-বিন-আজাদ শাওন নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মো. নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার, ২৫ এপ্রিল রাতে থানায় মামলাটি করেন।

দলীয় সূত্র জানায়, আবু-বিন-আজাদ শাওন সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের দুই ছাত্রী ও ছাত্র গত ১৯ এপ্রিল বিকালে কেনাকাটার জন্য সৈয়দপুর প্লাজায় আসেন। এ সময় যুবলীগ নেতা আবু- বিন-আজদ শাওন তাদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টির প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওই নেতা ওই ছাত্রকে লাঞ্চিত করে।

এর বাইরেও ওই যুবলীগ নেতা প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রী হলের সামনে গিয়ে ঘোরাফেরা এবং ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। ফলে ছাত্রীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবহিত করেন।

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা বলেন, যুবলীগ নেতাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এইচএ/রাতদিন