সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান, জরিমানা-ওষুধ জব্দ


নীলফামারীর সৈয়দপুর শহরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে হোটেল ও ফার্মেসীসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রায় ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার, ২ সেপ্টেম্বর দুপুরে জাতীয় ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে ওই ভেজাল অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫ হোটেল মালিকের ২২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে একটি ফার্মেসীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব প্রতিষ্ঠানের মধ্যে শহীদ ডা. জিকরুল হক সড়কের আজিম উদ্দিন হোটেল , নিরিবিলি হোটেল, শাহী হোটেল, শেরে বাংলা সড়কের আসলাম হোটেল মালিকের ৫ হাজার করে ২০ হাজার ও পান বাজারের গুলজার হোটেলের আবিদ হোসেনের ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওইসব হোটেলের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।

এদিকে, শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত ফারহান ফার্মেসীতে অভিযান চালিয়ে এ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরণের মেয়াদোত্তীর্ন ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দল। এ সময় ওইসব ওষুধ সংরক্ষণ করার দায়ে দোকান মালিক ফারহানের ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ১৫ হাজার টাকার ওষুধ।

অভিযান চলাকালে অন্যদের সাথে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন