নীলফামারীর সৈয়দপুরে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে এই সেবা দেয়া হয়।
আজ রোববার, ৩ জানুযারি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হয়।
সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের চারজন চিকিৎসকের সহায়তায় কার্যক্রম পরিচালিত হয়। তারা হচ্ছেন, মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার, মেজর এ, কে, এম মঞ্জুর মোর্শেদ, লে. কর্ণেল শেখ সাব্বির আহেমদ ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেংগল রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. নাঈম পারভেজ।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. রেজাউল করিম রেজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন ও বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমূখ।
আরআই/রাতদিন