সৈয়দপুর উদীচীর সপ্তদশ শাখা সম্মেলন

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সপ্তদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৯ মার্চ উদীচী শিল্পী গোষ্ঠীর নিজস্ব কার্যালয় চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়।

নীলফামারী জেলার সৈয়দপুরে আয়োজিত ওই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল হাসনাত।  সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে।

এতে সভাপতিত্ব করেন উদীচী  শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ও সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের  অধ্যক্ষ ড. অমির আলী আজাদ।

যৌথভাবে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনটির স্থানীয় শাখার উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূরুজ্জামান জোয়ারদার, ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সহ-সভাপতি মো. শফিউল আলম রঞ্জু প্রমুখ।

পরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে ড. আমির আলী আজাদকে সভাপতি ও কুমার অপু বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এনএইচ/রাতদনি