স্কুল খুলেছে, উৎফুল্ল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বোচাগঞ্জ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দেড় বছর বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় উৎফুল্ল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। প্রাণস্পন্দনে ফিরেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ রোববার, ১২ সেপ্টেম্বর দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি স্কুলে পাঠদান শুরু হয়েছে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন মোবাইল গেম ও অন্যান্য অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে। এনিয়ে অভিভাবকরা চরম দুঃশ্চিন্তায় ছিলেন। অভিভাবকের দুঃশ্চিন্তা লাঘব করে সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো এ উপজেলায়ও খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান।

সরজমিনে দেখা যায়, ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে পাঠদান চলছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফয়সার হোসেন তার তদারকিতে প্রতিটি ক্লাশরুমে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, টিস্যু পেপার বিতরন করছেন।

এব্যাপারে প্রধান শিক্ষক বলেন, প্রথম দিনেই পঞ্চম ও তৃতীয় শ্রেণীর পাঠ দান শুরু হলে আশানুরুপ শিক্ষার্থীরা ক্লাশ রুমে উপস্থিত হয়েছেন। তাদের স্বাস্থ্য সুরুক্ষা নিশ্চিত করতে অত্র প্রতিষ্ঠানের সভাপতি রমিজা রৌফ চৌধুরী সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন। সভাপতি সকাল থেকেই স্কুলের প্রতিটি ক্লাশ রুম পরিদর্শন করেন।

চারপাশে দেয়াল ঘেরা ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যেন হয়ে উঠেছে শিক্ষার্থীদের মাঝে মিলন মেলা। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। আনন্দে অহেতুক হৈ-হল্লা ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা।

শুধু ধনতলা নয় এ দৃশ্য বোচাগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের।

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (11)