হাতীবান্ধায় ত্রাণের দাবিতে মটর শ্রমিকদের অবরোধ-মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি ত্রানসহ তিন দফা দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে করোনায় কর্মহীন হয়ে পড়া মটর শ্রমিকরা। এতে প্রায় দুই শতাধিক কর্মহীন মটর শ্রমিক অংশগ্রহন করেন।

বুধবার, ২০ মে সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মেইন বাসস্ট্যান্ডে মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মটর শ্রমিকের তিন দফা দাবির মধ্যে রয়েছে, সরকারি ত্রান সরবরাহ, লালমনিরহাট জেলা শ্রমিক নেতা আমিনুল হক বুলবুলের অবিলম্বে অপসারন ও শ্রমিক কল্যান ফান্ডের টাকার হিসাব নিশ্চিতকরণ।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শাখা মটর শ্রমিকের সভাপতি মিঠু মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। মানববন্ধনে সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অবিলম্বে তাদের দাবি গুলো মেনে নেয়া না হলে শ্রমিকরা কঠোর অবস্থানে যাবেন বলে সমাবেশ থেকে জানানো হয়।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ জানান, তারা আমাদের বিষয়টি জানিয়েছে। যত দ্রুত সম্ভব তাদেরকে ত্রান দেয়া হবে।

জেএম/রাতদিন