লালমনিরহাটের হাতীবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচীর পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার, ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
প্রধান অতিথি তার বক্তব্যে মামুন বলেন, ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতির ইতিহাসে এক বেদনাবহ দিন। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় জেনে এদিন দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মম নির্যাতনের পর হত্যা করে। তাই এই দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাবুবুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ফেরদৌস আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক নূরল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেলে, শিক্ষার্থী নুরে জান্নাতুল ফেরদৌসী ও জান্নাতুল ফেরদৌসী।
জেএম/রাতদিন