হাতীবান্ধার অপহৃত সেই কিশোরী অবশেষে দেশে ফিরলো

লালমনিরহাটের হাতীবান্ধায় অষ্টম শ্রেণি পড়ুয়া অপহৃত সেই কিশোরী (১৪) অবশেষে দেশে ফিরেছে। অপহরনের প্রায় ১৫ মাস পর আজ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাকে ফিরিয়ে দেয় ভারতীয় পুলিশ।

জানা গেছে, ২০১৮ সালের ১৪ অক্টোবর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের গিরিনের ছেলে প্রদীপ চন্দ্র ও তার ছয় সহযোগী ওই কিশোরীকে অপহরণ করে অবৈধপথে ভারতে নিয়ে যায়।

পরবর্তীতে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর শিলিগুড়ির পায়েল সিনেমা হলের কাছ থেকে ভারতীয় পুলিশ কিশোরীকে আটক করে।

অবৈধভাবে সীমান্ত পারাপার ও পাসপোর্ট আইনে মেয়েটির বিরুদ্ধে মামলা দেয় সে দেশের পুলিশ। মামলা দায়েরের পর দেশটির আদালত তাকে কোচবিহারের সেফহোমে পাঠায়। এরপর আদালতের দেয়া সাজাভোগের পর ওই কিশোরীকে বৃহস্পতিবার দেশে ফিরিয়ে দেয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খন্দকার মাহমুদ বলেন, ‘ওই কিশোরীকে পাটগ্রাম থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে ওই অপহরণের ঘটনার পরপরই কিশোরীর পরিবার হাতীবান্ধা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছিল। মামলার আসামীরা বর্তমানে জামিনে রয়েছে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ‘অপহরণের শিকার কিশোরীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

এবি/রাতদিন