লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পারভীন আক্তার (৩০) নামে ওই গৃহবধু অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসারত ছিলেন। এ ঘটনায় তার স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার, ৩১মার্চ সকালে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার মধ্য রাতে পারভীন আক্তারের মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের আবু বক্করের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার। কিছুদিন আগে তিনি অগ্নিদগ্ধ হলে তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতেই রাখেন স্বামী জাহিদুল ইসলাম।
পরে তার অবস্থা আশংক্ষাজনক হলে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পারভীন সুস্থ না হলেও চিকিৎসা না দিয়ে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন জাহিদুল।
এ অবস্থায় সোমবার রাতে রহস্যজনকভাবে পারভীন আক্তারের মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গৃহবধুর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হাতীবান্ধা থানার ওসি নজীর হোসেন বলেন, এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতারসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
তদন্ত রিপোর্ট এলে আসল রহস্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এনএ/রাতদিন