হাতীবান্ধা আলাউদ্দিন হোটেলের মালিক ছোটবাবু মারা গেছেন

লালমনিরহাটের হাতীবান্ধার আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মাহফুজার রহমান ওরফে ছোটবাবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।

শনিবার, ১১ মে সন্ধ্যার দিকে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার থেকে বাবু ওই হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্নীয়-স্বজন রেখে গেছেন।

রোববার প্রয়াত মাহফুজার রহমান ছোটবাবুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় মাঠে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এবি/রাতদিন