হিলি দিয়ে ৩৫ মাস পর চাল আমদানি শুরু

দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার, ৯ জানুয়ারি বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম চালানেই ১১২ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

হিলির ‘মেসার্স জগদিশ এন্টারপ্রাইজ’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ১১২ মেট্রিক টন চালের প্রথম চালানের ৩টি গাড়ি শনিবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জগদিশ এন্টারপ্রাইজের ম্যানেজার শ্রী পদ রায় বলেন, সরকারের বিভিন্ন শর্তাবলী মেনে ১০ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছি। শনিবার প্রথম চালানের ৬০০ টনের মধ্যে ১১২ টন স্বর্ণা-৫ জাতের চাল দেশে প্রবেশ করল। আশা করছি অন্যান্য আমদানিকারকদের চাল দু-একদিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে।

তিনি আরও বলেন, চাল আমদানি শুরু হলে এবং সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে আমদানি করা চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করবে।

এদিকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চালের চালান আসল। বন্দরে ৩৫৬ ডলারে চাল আমদানি করা হচ্ছে।

মেসার্স জগদিশ এন্টারপ্রাইজ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান চাল আমদানির জন্য এলসি করেছে। চাল আমদানির পুরো দমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে।

এনএ/রাতদিন

মতামত দিন