হোটেল বন্ধের আগে শ্রমিকদের ১২ দিনের খাবার দিলেন মালিক

পঞ্চগড়ে শ্রমিক-কর্মচারীদের আগাম ১২ দিনের খাবার সরবরাহ করে একটি হোটেল সাময়িক বন্ধ করে দিয়েছে এর মালিক। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা শহরের নুরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসের মালিকরা এ উদ্যোগ নিয়েছেন।

পঞ্চগড় শহরে এই হোটেলের তিনটি শাখা রয়েছে। আজ মঙ্গলবার, ২৪ মার্চ দুপুরে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় মালিক কর্তৃপক্ষ হোটেলের ৫০ জন শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল এবং ১টি করে গোসলের সাবান দেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হোটেলের সব শাখা আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান হোটেলমালিকেরা।

নুরজাহান হোটেলের একজন মালিক হায়াতুল আলম বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী এবং আমাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা হোটেল বন্ধ করে দিয়েছি। আমরা চাই না করোনায় কোনো মানুষ আক্রান্ত হোক। কিন্তু হোটেল বন্ধ থাকলে আমাদের শ্রমিকেরা বেকার হয়ে পড়বে। বাড়িতে বসে থাকলে তাঁরা কোথায় খাবার পাবে। সেই কথা ভেবেই আমরা আমাদের তিনটি শাখার ৫০ জন শ্রমিককে ১২ দিনের খাদ্যসামগ্রী দিয়ে দিয়েছি।’

এবি/রাতদিন