হোন্ডা বাজারে আনছে তিন চাকার বাইক

এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের মোটরসাইকেল নিয়ে আসছে জাপানের জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হোন্ডা। নিওউইং নামের এই মোটরসাইকেলের সামনে দুটি ও পিছনে একটি চাকা রয়েছে। আকর্ষণীয় ডিজাইনের কারণে বাইকটি বাজার মাতাবে বলে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি।

পৃথিবীর বিভিন্ন অটোমোবাইল প্রতিষ্ঠান তিন চাকার মোটর বাইক তৈরিতে গবেষণা করছে। গবেষণায় যেসব মোটরসাইকেলের প্রোটোটাইপ দেখা গেছে তার মধ্যে বেশিরভাগ মোটরসাইকেলের পিছনে দুটি চাকা ও সামনে একটি চাকা। তবে এই বাইকটির বিশেষত্ব হলো এর পিছনে থাকবে একটি চাকা আর সামনে দুটি।

২০১৬ সালে এই মোটরসাইকেলের পেটেন্ট জমা দিয়েছিল জাপানের কোম্পানিটি। ২০১৯ সালের ২০ মার্চ পেটেন্টটি গৃহীত হয়। এই মোটরসাইকেলে থাকতে পারে একটি ভি-টুইন ইঞ্জিন।

মোটরসাইকেলটিতে ইলেকট্রিক মোটর ব্যবহার করতে পারে হোন্ডা। প্রতিষ্ঠানটি জানায়, পেটেন্টটি স্বীকৃতি পাওয়ার পরে এই মোটরসাইকেল তৈরিতে আর দেরি করবে না জাপানের কোম্পানিটি।

এনএইচ/রাতদিন