হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ নিলেন পুলিশ সুপার

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দুয়ারে-দুয়ারে গিয়ে খোঁজ-খবর নিলে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা। এসময় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।

সোমবার( ১৩এপ্রিল) দিনব্যাপি লালমনিরহাটের ৫টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়।

সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলার সাপ্টিবাড়ি, সারপুকুর, ভেলাবাড়ি, দূর্গাপুর, কমলাবাড়ি, পলাশি, ভাদাই ও মহিষখোচা ইউনিয়নের বাড়িতে-বাড়িতে যাচ্ছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম)। এসময় তিনি বলেন, করোনা কোন মারাতœক ব্যাধি নয়। সচেতনতাই এই ব্যাধি থেকে নিজেকে, পরিবার ও সর্বপোরী সমাজকে রক্ষা করতে পারে। তাই তিনি প্রত্যেকেই সচেতন হয়ে এই ব্যাধি নির্মূলের জন্য সবাইকে ঘরে থাকতে আহবান জানান।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল এসএম শফিকুল ইসলাম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতিগণ উপস্থিত ছিলেন।

এনএ/রাতদিন