হ্যাকিংয়ের অভিযোগে ইসরায়েলি গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের মামলা

বিশ্বের জনপ্রিয় টেকনোলজি জায়ান্ট ফেসবুক মঙ্গলবার, ২৯ অক্টোবর ঘোষণা করেছে, তারা ইসরায়েলের অনলাইন সার্ভেইল্যান্স ফার্ম এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, ফার্মটি গত এপ্রিল ও মে মাসের মধ্যে ফেসবুকের জনপ্রিয় হোয়াটসঅ্যাপ মেসেজিং সার্ভিসের একাধিক ব্যবহারকারীর তথ্য হ্যাক করে বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকোর ইউ.এস. ডিস্ট্রিক্ট কোর্টে ১৫ পৃষ্ঠার একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এই অভিযোগপত্রের একটি কপি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

শতাধিক অধিকারকর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং ভিন্নমতাবলম্বী রাজনীতিক ফার্মটির হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই অভিযোগপত্রে।

তাদের ফোনগুলো হাইজ্যাক করার জন্য এনএসও গ্রুপ এই মেসেজিং অ্যাপের একটি ত্রুটিকে কাজে লাগিয়েছে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট।

তিনি জানান, ইসরায়েলি ফার্মটি অসংখ্য ব্যবহারকারীর মোবাইল ডিভাইসে ম্যালওয়্যার পাঠায়। এই ম্যালওয়্যার ক্লায়েন্টদেরকে ডিভাইসগুলোর মালিকের ওপর গুপ্তচরবৃত্তি করার সুযোগ তৈরি করে দেয়।

হোয়াটসঅ্যাপের প্রধান আরও লেখেন, ইসরায়েলের এনএসও গ্রুপ কৃত্রিমভাবে অনেক চেষ্টা করেছে কিন্তু পুরোপুরি সফল হতে পারেনি।

শান্ত/রাতদিন