নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা পালপাড়া গ্রামের ১০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে চারজন মরন্নোত্তর স্বীকৃতি দেয়া হলো। আর, ছয়জন বীরাঙ্গনা বয়সের ভারে নুয়ে পড়ে বেঁচে আছেন ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে তাদের নাম প্রকাশ করে ।
জানা যায়, রানীনগর উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নওগাঁর ছোট যমুনা নদীর তীরে আতাইকুলা পালপাড়া গ্রাম ।
১৯৭১ সালের ২৫ এপ্রিল পাক হানাদার বাহিনীর স্থানীয় দোসর রাজাকার ও আলবদরদের প্রত্যক্ষ সহযোগিতায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্যাতন চালায় এ পালপাড়া গ্রামের সনাতন ধর্মের মানুষদের ওপর ।
এ সময় গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাটসহ ধ্বংসযজ্ঞ চালিয়ে সংখ্যালঘু পরিবারের কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী নারীদের ধরে ওই গ্রামের সুরেশ্বর পালের বাড়ির বারান্দায় একত্রিত করে ব্রাশফায়ার করে । ওইদিন গোবিন্দচরণ পাল, সুরেশ্বর পাল, বিক্ষয় সূত্রধর, নিবারণ পালসহ ৫২ জন মুক্তিকামী জনতাকে নির্বিচারে হত্যা করে ।
পাক হানাদার বাহিনীর গণহত্যা, লুটপাট ও নির্যাতন থেকে বিশেষ করে নারীরা স্বামী-সন্তানদের প্রাণে বাঁচানোর শেষ আকুতিটুকু করলেও পাক জান্তাদের মন তা গলাতে পারেনি। উল্টো পাক জান্তারা সুযোগ বুঝে নারীদের ওপর পাশবিক নির্যাতন চালায়।
স্বাধীনতার পর সেদিনের পাশবিক নির্যাতনের শিকার ১০ নারীর বীরাঙ্গনার স্বীকৃতির দাবি ছিল দীর্ঘদিনের। স্বাধীনতার ৪৮ বছর পর তাদের বীরাঙ্গনার স্বীকৃতি মিলেছে ।
এদের মধ্যে বানী রানী পাল, ক্ষান্ত রানী পাল, রেনু বালা ও সুষমা সূত্রধর রোগশোকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। বীরাঙ্গনা স্বীকৃতি দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি এ চারজনের ।
বয়সের ভারে জীবনের শেষ প্রান্তে এসে কোনোমতে বেঁচে আছেন মায়া রানী সূত্রধর, রাশমনি সূত্রধর, সন্ধ্যা রানী পাল, কালীদাসী পাল, সন্ধ্যা রানী ও গীতা রানী পাল ।
একাত্তরের সেই দুর্বিষহ যন্ত্রণা ও সামাজিক বঞ্চনার পাশাপাশি অনেকটা দুঃখ-দুর্দশা, অভাব-অনটন আর অসুস্থতার মধ্যেই চলছে তাদের জীবন সংগ্রাম। ( সুত্র: যুগান্তর )
এসকে/রাতদিন