১৩ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত বুধবার

দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কিছুটা বাড়ায় সবশেষ চব্বিশ ঘণ্টায় বেড়েছে শনাক্তের সংখ্যাও। এই সময়ে ১৪ হাজার দুটি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫৩৩ জনের শরীরে, যা তেরো দিনের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২ জুলাই দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ১৯ জন। এরপর শনাক্ত সংখ্যা সাড়ে তিন হাজারের কোটা পার হচ্ছিল না। এর অন্যতম কারণ নমুনা পরীক্ষা কমে যাওয়া। টেস্টের সংখ্যা কমতে কমতে ১১ হাজারের কোটায় নামতে দেখা গেছে দুদিন।

চব্বিশ ঘণ্টায় সাড়ে তিন হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ায় দেশে সরকারি হিসেবে কভিড-১৯ রোগী দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন, যা বৈশ্বিক তালিকায় আঠারোতম। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।

সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ জন। সুস্থ-মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে কভিড-১৯ এর অ্যাকটিভ রোগী আছেন ৮৬ হাজার ১১০ জন।

সবশেষ হিসেব অনুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫.২৩ শতাংশ, মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ। এবি/রাতদিন