সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। সরকার তাদেরকে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসতে কাজ করছে। দেশের সকল প্রতিবন্ধীর ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এই ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি প্রতিবন্ধীর কল্যাণ নিশ্চিত করা হবে।
শনিবার, ১৮ মে ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঢাকা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। হতদরিদ্র, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য অগ্রাধিকারভিত্তিতে ৫৪ টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের তথ্যভান্ডার সম্পন্ন হলে এটি হবে একটি মাইলফলক। যার মাধ্যমে দেশের প্রায় ১৬ লাখের অধিক প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা যাবে।
পরে মন্ত্রী গরিবদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।
এইচএ/রাতদিন