পাটগ্রামে প্রতিবন্ধীরা ফিজিওথেরাপি সেবা পাবে ভ্রাম্যমান ভ্যান থেকে, চলবে ৩দিন

লালমনিরহাটে পাটগ্রামে অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি ও  প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গের জন্য ফিজিওথেরাপি সেবা প্রদানের লক্ষে তিন দিনের  ভ্রাম্যামান থেরাপি সেবা কার্যক্রম শুরু  হয়েছে।

সোমবার, ১৪ মার্চ দুপুরে পাটগ্রাম পৌর  প্রতিবন্ধী ও অটিস্টিক   বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই কার্যক্রম পরিচালনা করছে।    

উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এলাহি লাবলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশিদুল ইসলাম সুইট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আবু তালেব, পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ ইকবাল , লালমনিরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য  কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা  ফরমান আলী, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাপ্পু, লালমনিরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য  কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা: আশরাফুল আলম ও বিদ্যালয়ের জমি দাতা আব্দুল জব্বার।