পদ্মা নদীতে দুটি বড় বোয়াল ও কাতলা মাছ ধরা পড়েছে। প্রতিটির ওজন ২১ কেজি করে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাছ দুটি ধরা পড়ে।
গতকাল শনিবার, ১৯ ডিসেম্বর রাতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। ওই মাছ বিক্রি হয়েছে ৭২ হাজার টাকায়।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বোয়াল মাছটি কেনেন। তাকে প্রতি কেজির দুই হাজার ১০০ টাকা গুনতে হয়েছে। আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কাতলা মাছটি কেনেন।
মাসুদ মোল্লা গনমাধ্যমকে বলেন, ‘আমি ও দুই ভাগীদার ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনেছি। এরপর ঢাকার ধানমন্ডি এলাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করি’।
তিনি আরো বলেন, ‘গত বছর পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছিল। এ বছর প্রথম এত বড় বোয়াল ধরা পড়েছে’।
পদ্মায় ওই রাতে জেলেদের জালে ২১ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে। রোববার সকালে দৌলতদিয়ার স্থানীয় দুলাল মণ্ডলের আড়ত থেকে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কাতলা মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় কেনেন। বেলা দুইটার দিকে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বাঁধা ছিল।
চান্দু মোল্লা বলেন, ‘১ হাজার ৪০০ টাকা কেজি দর পেলে বিক্রি করে দেব’। মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে, তা তাঁর জানা নেই।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মায় দেশীয় প্রজাতির বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের বড় মাছ সংরক্ষণ করা খুবই দরকার’।
তিনি আরো বলেন, ‘এগুলোর বিচরণের জন্য অভয়াশ্রম করতে পারলে মাছের প্রজননে কোনো সমস্যা হতো না। সম্প্রতি উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টির গুরুত্ব তুলে ধরেছি’।
আরআই/রাতদিন