বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান, সাংসদের ছেলের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হলো

বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।   এ সময় সাবেক কাউন্সিলর ইরফান সেলিমের অবৈধভাবে নদীর তীর দখল করে লাগানো সাইনবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের ছেলে।

আজ রোববার, ২০ ডিসেম্বর কেরানীগঞ্জের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় নুরুল ইসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এই অভিযান শুরু হয়।   অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, বুড়িগঙ্গা নদীর সীমানাপিলারের ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

আরআই/রাতদিন