পীরগঞ্জে চার ইটভাটার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হলো

রংপুরের পীরগঞ্জে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।  এসময় অবৈধভাবে পরিচালনা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম করার অপরাধে আট লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার, ২২ ডিসেম্বর এ অভিযান পরিচালনা করেন  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

মাহমুদ হাসান মৃধা জানান, ‘সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে পীরগঞ্জের চারটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে।  র‌্যাব, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান চালানো হয়’।

তিনি আরো জানান,  ‘পীরগঞ্জের অনিক ট্রেডার্স, আরএসবি ব্রিকস, এসএমএস ব্রিকস ও এইচএনবি ব্রিকসকে ৮ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। এসময় কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করে দেয়া হয়। এই অভিযান অব্যাহত থাকেব’।

আরআই/রাতদিন