গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন বিভাগের দুই জেলায় একজন করে মোট দুইজন আক্রান্ত শনাক্ত হয়। ফলে রংপুর বিভাগের আট জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫৩ জনে।
সোমবার, ২০ এপ্রিল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর একেএম নূর-উন-নবী লাইজু ।
তিনি জানান, সোমবার দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এদের মধ্যে রয়েছেন, রংপুরের কাউনিয়ায় ১ জন ও কুড়িগ্রামের খলিলগঞ্জে ১ জন।
ফলে আজ সোমবার, ২০ এপ্রিল রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো:
- গাইবান্ধায় ১৪ জন
- দিনাজপুরে ১১ জন
- নীলফামারীতে নয়জন
- ঠাকুরগাঁওয়ে ছয়জন
- রংপুরে সাতজন
- লালমনিরহাটে দুজন
- কুড়িগ্রামে তিনজন
- পঞ্চগড়ে একজন
সবমিলিয়ে রংপুর বিভাগের আট জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩ জন।