১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তিন দলের মধ্যে ঘরোয়া ওয়ানডে সিরিজ। এই সিরিজের আগে এইচপি দলের ২৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) থেকে শুরু হবে তাদের অনুশীলন ক্যাম্প।
এ সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা ৯ অক্টোবর পর্যন্ত এইচপির ক্যাম্পে থাকবেন।এবারের এইচপি স্কোয়াডে আধিক্য অনূর্ধ্ব-১৯ দলের। দক্ষিণ আফ্রিকা জয় করে আসা এই ক্রিকেটারদের নিয়ে আগামী দিনের স্বপ্ন বুনছে বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলটির ১২ জন সদস্য আছেন নতুন ঘোষিত এইচপির স্কোয়াডে।ঘোষিত স্কোয়াডে দুইজন উইকেটরক্ষক এবং সাত জন ব্যাটসম্যান আছেন। যাদের মধ্যে দুইজন ক্রিকেটার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব ইতোমধ্যে জাতীয় দলের সদস্য।
এইচপি দল:ব্যাটসম্যান:
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
নাঈম শেখ
শাহাদত হোসেন
মাহমুদুল হাসান
আফিফ হোসেন ধ্রুব
তৌহিদ হৃদয়
স্পিনার:
মিনহাজুল আবেদিন আফ্রিদি
আমিনুল ইসলাম বিপ্লব
রাকিবুল হাসান
হাসান মুরাদ
তানভীর ইসলাম
রিয়াসাদ হোসেন
মাহাদী হাসান
পেসার:
শরিফুল ইসলাম
শফিকুল ইসলাম
মুকিদুল ইসলাম মুগ্ধ
মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন
শাহিন আলম
সুমন খান
নোমান চৌধুরী সাগর
অভিষেক দাস
রেজাউর রহমান রাজা
উইকেটরক্ষক:
মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, আকবর আলী