২-০ গোলে জিতলো বাংলাদেশ, ১০ লাখ টাকা পাবেন ফুটবলাররা

জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ ফুটবল দল। সফরকারী নেপালকে ২-০ গোলে হারিয়েছে জামাল ভুঁইয়ারা। ২ ম্যাচের টুর্নামেন্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জেমি ডের দল। বাংলাদেশকে এই আনন্দ উপহার দেয়ার পাল্টা ‍উপহার পেয়েছে তারা। ফুটবলারদের  জন্য ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে।

আজ শুক্রবার, ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ দল। করোনার দীর্ঘ বিরতি সত্ত্বেও এই ম্যাচে দেখা গেল উজ্জীবিত বাংলাদেশ দলকে। জামাল বাহিনীর দামাল ছেলেরা একের পর এক আক্রমণ চালিয়ে নেপালের কপালে পরাজয়ের ছাপ লাগিয়ে দেয়। ২০১৩ ও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ও গত এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্টেও ১-০ গোলে হেরে যাওয়ার বদলা এভাবেই নিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ফুটবল সিরিজের প্রথম ম্যাচে।

ম্যাচের শুরু থেকেই নেপালের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা চালায় বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবনের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা সাদ উদ্দিন দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল বাড়ান গোলমুখে। নিখুঁত স্লাইডে বল জালে জড়িয়ে দেন জীবন। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন এই স্ট্রাইকার।

খেলা যত এগিয়ে যেতে থাকে, আক্রমণের ধারা বাড়াতে থাকে বাংলাদেশ। বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় বাংলাদেশ। তবে ভালো কোনো সুযোগ তৈরি করতে হচ্ছিল না।

অবশেষে ৮০তম মিনিটে ফের সাফল্যের দেখা পায় স্বাগতিক দল। সোহেলের বাড়ানো বল ধরে দ্রুত গতিতে ডি-বক্সে দিকে ছুটে যান বদলি হিসেবে খেলতে নামা স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল। সেখানে গোলরক্ষককে একা পেয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের দুর্দান্ত শটে দূরের পোস্টে বল জড়িয়ে দেন তিনি। 

দুই গোল হজম করে শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেপাল। দুটি ভালো সুযোগও আসে। কিন্তু অভিষিক্ত গোলরক্ষক আনিসুর রহমান জিকু বাধা হয়ে দাঁড়ান। ফলে নির্বিঘ্নে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 

আগামী মঙ্গলবার, ১৭ নভেম্বর সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মোকাবিলা করবে বাংলাদেশ।

আরআই/রাতদিন