৫০ কোটি টাকার সাপের বিষসহ দিনাজপুরে পল্লীচিকিৎসক আটক

অবৈধভাবে আমদানিকৃত ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে দিনাজপুরে। গোপন সংবাদের ভিত্তিতে এই বিষ উদ্ধান করেছে র‌্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে।

রোববার, ১ সেপ্টেম্বর বিকেলে শহরের ১০নং উপশহর এলাকা থেকে এসব বিষ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতকে আটক করা হয়।

আটক ওই পল্লী চিকিৎসকের নাম রুহুল আমীন (৫০)। তিনি বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

উদ্ধারকৃত সাপের বিষ

র‌্যাব-১৩, দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন ১০নং উপশহর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় পল্লী চিকিৎসক রুহুল আমীনের চেম্বার থেকে অবৈধভাবে আমাদানিকৃত বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লী চিকিৎসক রুহুল আমীনকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মুল্য ৫০ কোটি টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুহুল আমীন তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার কথা স্বীকার করেন বলে জানান তিনি।

জেএম/রাতদিন