সেনাবাহিনীর ২৯০টি দল ৬১টি জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ বৃহস্পতিবার, ২৬ মার্চ আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সারাদেশে এই কার্যক্রমে সেনাবাহিনীর আড়াই হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বর্তমানে বাংলাদেশের সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সমন্বয়ের পর ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলাশহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছে। পাশাপাশি তারা বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারান্টিনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে।
আলাদা করে কোনো ক্যাম্প না করে স্থানীয় সেনানিবাসগুলো থেকেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এবি/রাতদিন