৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনিই আমাদের এ সময় দিয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা প্রয়োগ প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাল (বুধবার) কুর্মিটোলায় ৫ জনকে দিয়ে টিকা কার্যক্রমের শুরু হবে। পরে ২৫ জনকে টিকা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, টিকা যেগুলো আগে আসছে সেগুলো আমাদের গোডাউনে সুন্দর ও নিরাপদে আছে। এর দুইদিন পরেই তো বাকি ৫০ লাখ ডোজ আসছে। এখন এ টিকা সারা বাংলাদেশে আমরা দিয়ে দেব।

তিনি বলেন, টিকা দেওয়ায় আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। ৭০ লাখ টিকা আমরা একমাসেই দিতে পারব। কিন্তু এ টিকা ২ মাসে দিলেও কোনো সমস্যা হবে না। আমাদের ৪২ হাজার কর্মী, সারাদেশের সব জেলা ও উপজেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, ইনস্টিটিউটসহ জায়গাতেই ব্যবস্থা করে রেখেছি। কাজেই খুব তাড়াতাড়িই এ টিকা দেওয়া হয়ে যাবে।

এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, বেক্সিমকোর আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ল্যাব টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং মানবদেহে ব্যবহারের উপযুক্ত। এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কুর্মিটোলা হাসপাতালের এক নার্স জানান, বুধবার প্রথমে ৩ জন নার্সকে টিকা দেওয়া হবে। একইসঙ্গে এদিন আরও ৩ জন চিকিৎসককেও টিকা দেওয়া হবে। প্রথমে টিকা নেবেন ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তার পরে টিকা নেবেন ফিমেল মেডিসিন ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মুন্নি খাতুন ও একই ইউনিটে নার্স রিনা সরকার।

জানা গেছে, উদ্বোধনের পর ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে টিকাদান শুরু হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।

গত ২১ জানুয়ারি সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত থেকে উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশে। এছাড়া বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির দেশে পৌঁছেছে।

এনএ/রাতদিন

মতামত দিন