দিনাজপুরে আরও একজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিরামপুরের ইউএনও পরিমল কুমার সরকার।
আজ বুধবার, ২৯ জুলাই ইউএনও নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, পরিমল কুমার সরকারের নমুনা সংগ্রহ করে গত মঙ্গলবার পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। আজ বুধবার নমুনা পরীক্ষায় তিনি করোনা সনাক্ত হয়েছেন।
ইউএনও পরিমল কুমার সরকার জনান, গত দুই দিন থেকে তার শরীরে জ্বর, গা ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি এখন নিয়ম মেনেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, পরিমল কুমার সরকার গত ৮ জুন বিরামপুরে যোগদান করেন।
এর আগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাজমুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ২৫ জুলাই সন্ধ্যায় দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তিনিও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এইচএ/রাতদিন