ভারতীয় লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা

ভারতের সপ্তদশ লোকসভার নতুন স্পিকার হয়েছেন বিজেপির সংসদ সদস্য ওম বিড়লা।
বুধবার, ১৮ জুন সর্বসমতিক্রমে তাকে নতুন লোকসভার স্পিকার নির্বাচিত করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সংসদে নতুন স্পিকার হিসেবে বিড়লাকে বেছে নেয়ার জন্য বিষয়টি উত্থাপন করেন। বিরোধী দলগুলো মঙ্গলবার তার প্রার্থীপদকে সমর্থন করেন।

আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নরেন্দ্র মোদি নিজে ৫৬ বছর বয়সী ওম বিড়লাকে স্পিকারের চেয়ারে নিয়ে যান।

মোদি বলেন, ‘এটা সংসদের জন্য গর্বের বিষয় এবং আমরা সবাই সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ওম বিড়লাকে অভিনন্দন জানাচ্ছি।’

জনসাধারণের জন্য ওম বিড়লার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আইন প্রণেতা ও সাংসদ হিসেবে যেভাবে আপনার সারাজীবন জনগণের সুবিধার জন্য উৎসর্গ করেছেন, তা প্রশংসনীয়। রাজস্থানে আপনার অবদান অসীম। কোটার মতো ছোট শহর আপনার অক্লান্ত সেবায় উপকৃত হয়েছে।’

প্রসঙ্গত, ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা ওম বিড়লা রাজস্থানের কোটা থেকে টানা তিনবার সাংসদ নির্বাচিত হন। বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেশ ঘনিষ্ঠ তিনি।

এইচএম/রাতদিন