প্রতিকুলতা থাকলেও অষ্ট্রেলিয়ার সাথে জিততে পারে বাংলাদেশ

আগামীকাল বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে এই বিশ্বকাপে কিছুটা এগিয়ে রয়েছে তারপরও বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য কিন্তু বলছে ভিন্ন কথা।

এরই মধ্যে পাঁচ ম্যাচে টাইগারদের পয়েন্ট পাঁচ। সেমিতে যেতে হলে পরের চার ম্যাচে আরও পাঁচ পয়েন্ট প্রয়োজন। আবার আগামীকাল খেলা চলাকালিন বৃষ্টি হওয়ার  সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা কতটুকু তা জানা যাবে কাল রাতে। তবে তার আগে দেখে নেয়া যেতে পারে ফলাফল বাংলাদেশের পক্ষে যাবার সম্ভাবনা কতটুকু?

বৃষ্টি

আগামীকাল খেলা চলাকালিন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আনুমানিক সকাল ১০ ঘটিকায়। এছাড়াও সারা দিন রোদ হতে পারে। বৃষ্টি হলে টসের ফলাফল খেলার উপর প্রভাব বিস্তার করবে। 

চেনা ভেন্যু

টাইগাররা  আগামীকাল নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পঞ্চম ম্যাচ খেলতে যাচ্ছে। বাংলাদেশ নটিংহ্যামের ট্রেন্টব্রিজে দুটি ওয়ানডে ও  দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। টাইগারদের সেরা মাশরাফি ২০১০ সালে এখানে অধিনায়ক হিসেবে একটি ওয়ানডে ম্যাচে খেলেন। টনটনে প্রথমবার খেলেছে বাংলাদেশ। নটিংহ্যামে মোটেও নতুন নয় টাইগারদের জন্য।

একই একাদশ

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের ব্যাটিং ছিলো দৃষ্টিনন্দন।আগামীকালও অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তেমনি দৃঢ় থাকবে, পুর্বাভাষ এমনটাই।

শর্ট বলে সমস্যা

শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ার পর বাংলাদেশ দলের মানসিক শক্তি অনেকটাই ভারসাম্যপূর্ণ। এসময়ে অস্ট্রেলিয়াকেও ভয় পাচ্ছে না তারা।

ট্রেন্টব্রিজের মাঠ

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে প্রায় ১৭ হাজার মানুষ খেলা দেখতে পারে। ডিপ ফাইন লেগ, ব্যাকওয়ার্ড পয়েন্ট ও স্ট্রেটে টনটনের চেয়ে একটু বড়। প্রথমে ব্যাট করলে ৩৫০ রান সেফ জোন হতেও পারে।

পয়েন্ট টেবিল

টাইগাররা ৫ ম্যাচে ৫ পয়েন্ট পেয়েছে। সেমিফাইনালে যেতে তাদের আরও অর্জন করতে হবে  ৪ ম্যাচে ৫ পয়েন্ট ।  বাংলাদেশের পরের ম্যাচগুলো আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের সঙ্গে। আগামীকাল টাইগাররা জয় ছিনিয়ে আনতে পারলে সেমি সেমিফাইনালে যাওয়া রাস্তা অনেকটা প্রশস্থ হবে।

ব্যাটিং উইকেট

এই মাঠে গত বছর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান তুলেছিল। রানের উৎসব হবে। বিশ্বকাপ বলে কথা। আগের ম্যাচটিতে বাংলাদেশ ৩২২ রান তাড়া করেছে। আবার ৫১ বল হাতে রেখে জয়। এটা অনেক বড় ব্যাপারই বটে। আত্মবিশ্বাস কাজে লাগতে পারে।

সবমিলিয়ে কাল বাংলাদেশ জিতলে সেটাই হবে প্রত্যাশিত ফলাফল।

সিদ্দিক/রাতদিন