রংপুরে বাংলাদেশ ব্যাংকের আরও এক কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শাখার ভল্টে অনিয়ম ও টাকা আত্মসাতের ঘটনায় এ নিয়ে বরখাস্তের সংখ্যা দাঁড়ালো পাঁচজন।
বাংলাদেশ ব্যাংক রংপুরের একটি সূত্র জানিয়েছে, ব্যাংকের দৈনিক লেনদেনের টাকাসহ পুরাতন ছেঁড়া-ফাটা নোট গণনা করে বান্ডিল করার জন্য বেশ কয়েকজন ‘মুদ্রা নোট পরীক্ষক’ নিয়োজিত আছেন। সম্প্রতি ওই বিভাগ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্তে হিসাবের গরমিল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৩ জুন চারজন কর্মচারীকে বরখাস্ত করা হয়।
এরপর একই অপরাধে বৃহস্পতিবার, ২০ জুন নিধি রাণী দাস নামে আরেক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আগে বরখাস্তকৃতরা হলেন, মোহাম্মদ খালেদ, শামীম মিয়া, শেফালী বেগম ও রাবেয়া বশরী।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, নিয়ম বহির্ভূত কিছু কাজের এবং ভল্টে অনিয়মের জন্য বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক তার ক্ষমতা বলে তাদের বরখাস্ত করেছেন। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
জেএম/রাতদিন