এবারের বিশ্বকাপের পুরো আসর জুড়েই ছিলো বৃষ্টির ছোবল। যদি রোদ উঠে তো পরক্ষণেই বৃষ্টি শুরু হয়। এভাবেই বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হয়েছে। এরই মধ্যে চার দল নিশ্চিত করেছে সেমিফাইনাল।
চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন-আপও। প্রথম সেমিফাইনালে আগামীকাল মঙ্গলবার, ৯ জুলাই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে প্রথম পর্বের ম্যাচগুলোর মতো সেমিফাইনালেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ারও ।
সেমিফাইনালে অবশ্য রিজার্ভ ডে থাকছে। বৃষ্টিতে ম্যাচের দিন খেলা মাঠে না গড়ালেও থাকছে রিজার্ভ ডে তে খেলার সুযোগ। তবে দুঃসংবাদ হলো, ভারত- নিউজিল্যান্ড সেমিফাইনালের রিজার্ভ ডেতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
যদি দুইদিনই বৃষ্টির জন্য খেলা মাঠে না গড়ায়, তাহলে কপাল পুড়বে কিউইদের। অন্যদিকে প্রথম পর্বে ভালো খেলার সুবাদে ফাইনালে পৌঁছে যাবে ভারত।
আইসিসির নিয়ম অনুযায়ী সেমিফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে প্রথম পর্বে এগিয়ে থাকা দল।
গ্রুপ পর্বের ৯ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ৯ ম্যাচের পাঁচটিতে জিতে চতুর্থ স্থানে ছিল নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে উপরে থাকায় বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে তাই ফাইনাল খেলবে ভারতই।
প্রসংগত, দুই দলের মধ্যকার প্রথম পর্বের ম্যাচটিও ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
শান্ত/রাতদিন