বলিউডের এ মূহুর্তে সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বিপুল ভক্তকুল তাঁর। তাঁর যেকোনো গান বা মিউজিক ভিডিও প্রকাশ পাওয়ামাত্রই ব্লকবাস্টার হিট। এবারও তার ব্যতিক্রম হলো না।
মুক্তি পেল নেহা কক্করের নতুন গান ‘সরি’। পাঞ্জাবি সংগীতশিল্পী মনিন্দর বাত্তারের সঙ্গে এ গানে যুগল কণ্ঠ দিয়েছেন নেহা। ইউটিউবে প্রকাশমাত্রই হিট। প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে চার মিলিয়নের বেশিবার দেখা হয়েছে গানটি।
শ্রোতারা শুধু গানের কথা-সুর বা কণ্ঠই পছন্দ করেননি। নেহা কক্করের নাচেও দিশেহারা তাঁরা। নেহা যে শুধু গানই গান না। নাচতেও ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তিনি নাচের ভিডিও শেয়ার করেন। যেগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
৩০ বছরের নেহা কক্কর বলিউডে এখন তুমুল জনপ্রিয়। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।
শান্ত/রাতদিন