রংপুরের খলেয়া ইউপির চেয়ারম্যান হলেন জাপার লাভলু

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিরাজুল ইসলাম লাভলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোত্তালেবুল হক।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নির্বাচনে সিরাজুল ইসলাম লাভলু ৬ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী মোত্তালেবুল হক পেয়েছেন ৫ হাজার ৮৩৮ ভোট।

এদিকে নির্বাচিত হওয়ার পরপরই জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম লাভলু রংপুর মহানগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

এ বছরের ২৪ মার্চ অনুষ্ঠিত রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করায় খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এইচএ/রাতদিন